তুমি আসবে বলে, অমাবস্যা আজ হারিয়েছিল,
জ্যোত্স্নায় আলোকিত হয়ে।
তুমি আসবে বলে, পাখিরা আজ গান গেয়েছিল,
নতুন এক সুরে।
তুমি আসবে বলে, ফুল ফুটেছিল আজ,
হাজার বছর পরে।
তুমি আসবে বলে, বসন্ত ছাড়াই যেন,
প্রকৃতি সেজেছিল অপরুপে।
তুমি আসবে বলে, পূবালী হাওয়া বয়েছিল,
সকল ঝড়কে ছাড়িয়ে।
কিন্তু, সব ভালবাসা মিথ্যে করে,
জ্যোত্স্নাটিকে মেঘে ঢেকে।
পাখির সুরকে বেসুর করে,
তুমি এলে না-----------
ফুল গুলো সব ঝরে গেল,
বসন্তটিও চলে গেল,
সেই হাওয়াও হারিয়ে গেল,
তোমারই অপেক্ষায়,
কিন্তু তুমি যে এলেই না----------
জানি, জীবনের এই খরস্রোতে,
আমার ভালবাসা আজ নির্বাক,
আবেগগুলোও আজ নিশ্চুপ,
অনুভুতির মাঝে নেই নির্লিপ্ততা,
ভাবনাগুলোও আজ আমার হারিয়ে গেছে,
স্বপ্নগুলোও আজ আমায় কাঁদায় না
কেননা, আমার ধমনি, শিরা, হৃদপিণ্ড
আজ বুঝতে শিখেছে তুমি আমার নও।
কিন্তু জানো কি ??
পুরনো স্মৃতিগুলোই শুধু তোমার কথা ,
বার বার মনে করিয়ে দেয়।
হৃদপিণ্ডটার টুটি চেপে ধরে জোর
করে মানতে বলে,
"তুমি আসবে,
তোমাকে আসতেই হবে"
তাই আমিও অপেক্ষার প্রহর গুণে যাই,
দিন-রাত শুধু সময়টাই দেখে যাই,
তা শুধু---------------
আমার যাওয়ার অপেক্ষায়,
না ফেরার দেশ থেকে তুমি ফিরবে কি করে??
ধমনি, শিরা, হৃদপিণ্ড যে আজ বুঝতে শিখেছে ।।
No comments:
Post a Comment