(আমার লিখা প্রথম কবিতা, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন)
ভালবাসা মানে, আমার মাঝে শুধু,
তোমাকেই খুঁজে পাওয়া।।
ভালবাসা মানে, তোমার হাতে হাত রেখে
অনেক দূরে হারিয়ে যাওয়া।।
ভালবাসা মানে, তোমার চোখে চোখ রেখে,
সকল ভালবাসা খুঁজে পাওয়া।।
ভালবাসা মানে, তোমার কোলে মাথা রেখে,
জোৎস্না রাতের চাঁদ দেখা।।
ভালবাসা মানে, তোমার মিষ্টি মধুর কথা শুনে,
সকল ব্যাথা ভুলে যাওয়া।।
ভালবাসা মানে, তোমার ভালবাসার পরশ নিয়ে,
সকল বাধা ছিন্ন করা।।
ভালবাসা মানে, তোমার চুলে হাত বুলিয়ে,
সারাটি রজনী কাটিয়ে দেয়া।।
ভালবাসা মানে, তোমার দুষ্ট হাসি দেখে,
তোমার মাঝে হারিয়ে যাওয়া ।।
ভালবাসা মানে, তোমার সাথে পথ চলে,
সকল দুরূহকে জয় করা।।
ভালবাসা মানে, একলা দুপুরে উদাস হয়ে,
তোমারই কথা ভাবা।।
ভালবাসা মানে, আমার মনের ক্যানভাসে রং-তুলি দিয়ে,
তোমারই ছবি আঁকা।।
ভালবাসা মানে, আমার স্বপ্নের রাজকুমারী হয়ে,
আমায় পাগল করে যাওয়া।।
ভালবাসা মানে, তোমার রুপের ঝলকানিতে,
মুগ্ধ হয়ে চেয়ে থাকা।।
ভালবাসা মানে, তোমাকে কাছে পেয়ে,
চির তমসাকে দূর করা ।।
ভালবাসা মানে, তোমার চোখের জল মুছতে,
সকল দুঃখকে জয় করা।।
ভালবাসা মানে,তোমাকে এক পলক দেখার জন্য,
অধীর হয়ে অপেক্ষা করা।।
ভালবাসা মানে, তোমার সকল অবহেলাকেও
ভালবাসা বলে মনে করা।।
ভালবাসা মানে, তোমাকে আমার করে পাব ভেবে,
আরও একটা দিন বেঁচে থাকা।।
ভালবাসা মানে, জীবনের শেষ মুহূর্তেও তোমাকে,
শুধু তোমাকেই ভালবাসা।।
ভালবাসা মানে, আমার কবিতার খাতায়,
শুধু তোমারই স্মৃতিগাঁথা।।
No comments:
Post a Comment