Ads Here

Tuesday, April 21, 2020

ক্যাসিনোর ইতিবৃত্ত


casino wiki casino movie casino imdb casino game casino online casino cast casino near me casino nearby casino netflix casino las vegas casino rotten tomatoes casino trailer

বিলাসবহুল পরিসরে বিভিন্ন ধরণের জুয়া খেলার আসরকে বলা ক্যাসিনো।  অভিজাত ক্যাসিনোগুলোর সাথে সংযুক্ত থাকে হোটেল, রেস্তোরাঁ শপিং মলের মতো স্থাপনা। চীনের ম্যাকাও- বিশ্বের সব চেয়ে বড় ক্যাসিনোগুলো অবস্থিত এবং ক্যাসিনোর জন্য সব চেয়ে বিখ্যাত শহর হলো আমেরিকার লাস ভেগাস।

ইতালীয় শব্দ  ক্যাসিনো অর্থ হলো ঘর, সাধারণত সামাজিক ক্লাব ঘর বুঝাতে ক্যাসিনো শব্দটি  ব্যবহার করা হয়।  ১৯ শতকের দিকে ক্যাসিনো নামে  এমন সব ভবন গড়ে উঠতে থাকে যেখানে বিনোদনমূলক কর্মকান্ড পরিচালিত হতো।  তখন শহরের নানা ধরণের সামাজিক অনুষ্ঠান আয়োজন এবং নাচ-গান জুয়া খেলা হতো  এই ক্যাসিনোতে। আধুনিক কালের ইতালির বিভিন্ন পতিতালয়কেও ক্যাসিনো বলা হয়।  জার্মান এবং স্প্যানিশ ভাষায় ক্যাসিনো অর্থ অফিসার্স ক্লাব , তবে বিশ্বব্যাপী ক্যাসিনো বলতে প্রধারণত জুয়া খেলার ক্লাবকেই বুঝানো হয়। 

casino nearby casino goa casino online casino app casino las vegas casino disambiguation geri mcgee sam rothstein casino rotten tomatoes casino 1995 nominations casino movies casino meaning casino movie facts casino filming locations casino movie quiz casino deleted scenes casino game casino in bangladesh casino website casino png casino net online casino free bonus no deposit top internet casinos new online casino casino daily bonus free casino promotions 888 casino rewards 888 slots 888 casino download 888 casino live chat 888 casino review betway casino reviews esport bet how to bet on esports betway alternative link

১৬৩৮ সালে ইতালির ভেনিস শহরে প্রথম ক্যাসিনো প্রতিষ্ঠিত হয় ক্যাসিনোতে  বিভিন্ন উপায়ে জুয়া খেলা হয়, তবে সকল ধরণের খেলাকে প্রধারণত তিনটি ভাগে ভাগ করা যায় -
) টেবিল গেম
) মেশিন গেম
) টিকেট গেম।
টেবিল  গেমের মধ্যে আছে  ডাইস(Dais), রুলেট (Rulet) বিভিন্ন ধরণের তাস খেলা।  তাসের মধ্যে জুয়ার জন্য সব চেয়ে জনপ্রিয় কয়েকটি ধরণ হলো পোকার(Poker), ব্ল্যাক জ্যাক(Black Jack), ব্রাকেট (Bracket) ইত্যাদি।  ইলেকট্রিক গেমিং মেশিনেও বিভিন্ন ধরণের জুয়া খেলা হয়।  কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে গড়ে তোলা এই যন্ত্রগুলোকে বলা হয় স্লট মেশিন(Slot Machine)  স্লট মেশিনের সব চেয়ে জনপ্রিয় খেলা হলো জ্যাকপট(Jackpot), বিংগো (Bingo) , ভিডিও পোকার (Video Poker) ইত্যাদি।  ক্যাসিনোগুলো তাদের সব চেয়ে বেশি টাকা আয় করে থাকে তাদের স্লট মেশিন থেকে।

টিকেট গেমের মধ্যে আছে লটারী(Lottery), কেনো (Keno), হাউজি ( Housy), পাকাপু ( Pakapu), স্ক্র্যাচ কার্ড( Scratch Card)ইত্যাদি।  ইন্টারনেটের এই যুগে অনলাইনেও গড়ে উঠেছে বহু ক্যাসিনো নেটওয়ার্ক। ভার্চুয়াল জগতের এসব ক্যাসিনোতেও সকল ধরণের জুয়ার খেলা প্রচলিত আছে।  বিশ্বের অনেক দেশে সরকার অনুমোদিত ক্যাসিনো আছে।  আমেরিকার লাস ভেগাস, মোনাকোর মন্টে কার্লো, চীনের ম্যাকাও, পর্তুগালের ক্যাসকেইস ক্যাসিনোর জন্য বিখ্যাত।  এছাড়া ইতালি , জার্মানী, সুইজারল্যান্ড , নেদারল্যান্ডসহ বেশ কিছু ইউরোপীয় দেশে একাধিক বিখ্যাত ক্যাসিনো রয়েছে।  চীনের বিশেষ প্রশাসনিক শহর ম্যাকাও এশিয়ার বৃহত্তমই নয় বিশ্বের অন্যতম বৃহৎ ক্যাসিনো নগরী।  পৃথিবীর সব চেয়ে বড় ১০টি ক্যাসিনোর মধ্যে ৫টি চীনের ম্যাকাও- অবস্থিত।  নেদারল্যান্ড হল্যান্ড ক্যাসিনো নামে একটি সরকারি প্রতিষ্টান রয়েছে। এই প্রতিষ্টানের অধীনে দেশজুড়ে ১৪টি ক্যাসিনো রয়েছে , যার সকল মুনাফা সরকারি কোষাগারে জমা হয়। 

casino nearby casino goa casino online casino app casino las vegas casino disambiguation geri mcgee sam rothstein casino rotten tomatoes casino 1995 nominations casino movies casino meaning casino movie facts casino filming locations casino movie quiz casino deleted scenes casino game casino in bangladesh casino website casino png casino net online casino free bonus no deposit top internet casinos new online casino casino daily bonus free casino promotions 888 casino rewards 888 slots 888 casino download 888 casino live chat 888 casino review betway casino reviews esport bet how to bet on esports betway alternative link


প্রথম দিকে আমেরিকায় জুয়ার আড্ডাগুলোকে বলা হতো সেলুন , আমেরিকায় সর্বপ্রথম সেলুন নির্মিত হয় শিকাগো, সান ফ্রান্সিস্কো , নিউ অরলেন্স এবং সেন্ট লুইস শহরে। সেলুনগুলো ছিলো মদপান করে আড্ডা দেয়ার জায়গা, সেই সাথে নিয়মিত চলতো জুয়ার আসর।  পরবর্তীতে ১৯৩১ সালে আমেরিকার  নেভাডা অঙ্গরাজ্যে জুয়া খেলাকে বৈধতা দেয়া হয়।  এরপর থেকে আমেরিকায় অসংখ্য বৈধ ক্যাসিনো নির্মাণ হতে থাকে।  বর্তমানে সব চেয়ে বেশি ক্যাসিনো রয়েছে যুক্তরাষ্ট্রে, দেশটিতে প্রায় ১০০০ এর বেশি ক্যাসিনো আছে। পৃথিবীর সব চেয়ে ধনী ক্যাসিনো প্রতিষ্ঠানগুলো নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে অবস্থিত।  এমনকি চীনের ম্যাকাও- অবস্থিত পৃথিবীর শীর্ষ কয়েকটি ক্যাসিনোর মালিকানা প্রতিষ্টানগুলো মূলত লাস ভেগাসের।  জুয়া, পতিতাবৃত্তি অর্থপাচারের মতো বিভিন্ন অবৈধ ব্যবসার টাকা দিয়ে গড়ে উঠেছে এই পাপের শহর লাস ভেগাস। 



No comments:

Post a Comment