Ads Here

Wednesday, May 6, 2020

হরমুজ প্রণালী


who owns the strait of hormuz why is the strait of hormuz important strait of hormuz map strait of hormuz facts strait of hormuz news strait of hormuz width strait of hormuz conflict strait of hormuz importance is the strait of hormuz international waters strait of hormuz pronunciation can iran close the strait of hormuz why does the strait of hormuz matter

পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে সংযুক্ত করেছে হরমুজ প্রণালী। এই প্রণালী কে বিশ্ব বানিজ্যের গলা হিসেবে তুলনা করা হয়। কারণ সমগ্র বিশ্বের ভাগের ভাগ খনিজ তেল পরিবহণ করা হয় শুধুমাত্র হরমুজ প্রণালী দিয়ে।

দুটি সাগর বা বিশাল জলরাশির মধ্যে সংযোগকারী সরু জলপথকে প্রণালী বলা হয়। মধ্য প্রাচ্যে অবস্থিত হরমুজ প্রণালী তার পশ্চিমে থাকা পারস্য উপসাগরকে পূর্বের ওমান উপসাগর আরব সাগরের সাথে সংযুক্ত করেছে। এই প্রণালীর দ্বারাই ইরান আরব উপদ্বীপ থেকে পৃথক হয়েছে। ভৌগোলিক দিক থেকে প্রণালীটি ইরান ওমানের অন্তর্ভুক্ত। হরমুজ প্রণালীর দৈর্ঘ্য প্রায় ১৬৭ কিলোমিটার এবং এর সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ৩৪ কিলোমিটার। প্রণালিটির মাঝ বরাবর রয়েছে দুইটি জাহাজ চলাচলের রাস্তা যার প্রস্থ মাত্র কিলোমিটার। বিশ্ব অর্থনীতির গলা হিসেবে খ্যাত এই অংশটি কোনো কারণে বন্ধ হলেই বিশ্ব বাণিজ্যের দম  বন্ধ হওয়ার উপক্রম হয়। কারণ এটি বিশ্বের খনিজ তেল শিল্পের সবচেয়ে ব্যস্ত সমুদ্র পথ।

হরমুজ প্রণালীর সমুদ্র পথটি আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ মধ্য প্রাচ্যের তেলবাহী জাহাজ যাতায়াতের জন্য এটি একমাত্র পথ।  বিশ্বব্যাপী পেট্রোলিয়াম পরিবহনে প্রণালিটির কৌশলগত গুরুত্ব অনেক। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের মতে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ২কোটি ১০ লক্ষ ব্যারেল অপরিশোধিত খনিজ তেল পরিবহন হয়। যা বিশ্ব খনিজ তেল বাণিজ্যের ভাগের ভাগ। শুধু তাই নয় বিশ্বে উৎপাদিত সকল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ভাগের ভাগ এই হরমুজ প্রণালী দিয়েই সারা বিশ্বে ছড়ায়। পারস্য উপসাগর অঞ্চলে থাকা শীর্ষ তেল রপ্তানিকারক দেশগুলোর অবস্থানের কারণে হরমুজ প্রণালী দিয়ে এত বিপুল পরিমান তেলের প্রবাহ নিয়ন্ত্রিত হয়। এই অঞ্চলের শীর্ষ তেল রপ্তানিকারক দেশগুলো হলো কাতার, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সৌদি আরব। হরমুজ প্রণালী ব্যবহার করে সব চেয়ে বেশি তেল আমদানিকারক দেশগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত চীন। এছাড়া এশিয়া, ইউরোপ উত্তর আমেরিকাসহ বিশ্বের প্রায় সকল প্রান্তেই এই খনিজ তেল হরমুজ প্রণালী দিয়েই প্রবাহিত হয়।


who owns the strait of hormuz why is the strait of hormuz important strait of hormuz map strait of hormuz facts strait of hormuz news strait of hormuz width strait of hormuz conflict strait of hormuz importance is the strait of hormuz international waters strait of hormuz pronunciation can iran close the strait of hormuz why does the strait of hormuz matter

হরমুজকে তেলের প্রণালী বললেও ভুল হবে না, কারণ এই হরমুজ প্রণালীর স্থবিরতা উত্তেজনার উপরই বিশ্ব বাজারে তেলের দাম উঠা নামা করে। মাত্র এই ৩৪ কিলোমিটার এলাকার প্রবাহ নিয়ন্ত্রণ করাটাও বর্তমান বিশ্ব বাণিজ্যে বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। অতীতে হরমুজ প্রণালীতে চলা সব চেয়ে উত্তেজনাকর পরিস্থিতি ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত। ইরাক-ইরান যুদ্ধ চলাকালীন
why is the strait of hormuz important strait of hormuz pronunciation average depth of gulf of oman sultanate of hormuz iran gulf of oman persian gulf (also known as arabian gulf) bab el-mandeb tanker war strait of hormuz strait of malacca gulf of oman britannica map of persian gulf area hormuz island strait of bab el-mandeb strait of hormuz oil tanker u.s.-iran feud strait of hormuz on world map strait of hormuz iran attack gulf tension news oil chokepoints definition what is happening in the strait of hormuz map of iran and strait of hormuz how is the strait of gibraltar a choke point how do the nations of opec affect your life why is the strait of malacca so important u.s. navy strait of hormuz iran's action in the strait of hormuz what's happening in the strait of hormuz protecting strait of hormuz why does the strait of hormuz matter
সময়ে এই অঞ্চলে যাতায়াতকারী ইরানি তেলবাহী জাহাজগুলোতে আক্রমণ চালায় ইরাক তার তৎকালীন মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র। তখন ইরানও এর প্রতিশোধ স্বরূপ সামুদ্রিক মাইন পেতে রাখে , তখন থেকেই মূলত ইরান হরমুজ প্রণালীকে একটি অস্র হিসেবে ব্যবহার করতে শুরু করে। এরপর আমেরিকাও এই অঞ্চলে তাদের সামরিক সক্ষমতা বহু গুন বৃদ্ধি করে। সাম্প্রতিক সময়ে একটি ব্রিটিশ তেলবাহী জাহাজ ইরান কতৃক আটকের ঘটনাকে কেন্দ্র করে হরমুজ প্রণালী আবারো বিশ্ব রাজনীতির কেন্দ্র বিন্দুতে চলে আসে। এই অঞ্চল দিয়ে তেলপরিবহন নির্বিঘ্ন রাখতে বিগত শতকের আশির দশক থেকে এখনো পর্যন্ত হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজ নিয়মিত পাহারা দিচ্ছে। ১৯৫৩ সালে আমেরিকার কূট চক্রান্তের ফলে ইরানের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মেদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করার মধ্য দিয়ে ইরান আমেরিকার এই বৈরী সম্পর্কের সূচনা হয়।

why is the strait of hormuz important strait of hormuz pronunciation average depth of gulf of oman sultanate of hormuz iran gulf of oman persian gulf (also known as arabian gulf) bab el-mandeb tanker war strait of hormuz strait of malacca gulf of oman britannica map of persian gulf area hormuz island strait of bab el-mandeb strait of hormuz oil tanker u.s.-iran feud strait of hormuz on world map strait of hormuz iran attack gulf tension news oil chokepoints definition what is happening in the strait of hormuz map of iran and strait of hormuz how is the strait of gibraltar a choke point how do the nations of opec affect your life why is the strait of malacca so important u.s. navy strait of hormuz iran's action in the strait of hormuz what's happening in the strait of hormuz protecting strait of hormuz why does the strait of hormuz matter





No comments:

Post a Comment