Ads Here

Sunday, April 12, 2020

মরীচিকা


Mirage, Moonshine, Illusioned

মাঝরাত্রে ঘুম থেকে হঠাৎ জেগে উঠি, জানি না কেনো?? নাহ, কোন দুঃস্বপ্ন নয় ; তবে সুস্বপ্ন যে নয় সে ব্যাপারে নিশ্চিত অমাবস্যা ছিলো না, খুব বেশী জ্যোৎস্নাময় রাতও নয়। তবুও জানালার গ্রিলের ফাঁক দিয়ে চাঁদের আলো এসে আমার চোখে পড়ে। মনে করিয়ে দেয়, আমার ভালবাসার তিক্ত অভিজ্ঞতা। মনে করিয়ে দেয়, সেই অবেলার কিছু মুহুর্ত। মনে হয়, কেউ যেন আমায় ডাকছে; আমায় ভালবাসছে। কাছে যেতে চাইলেই বুঝতে পারি, ভালবাসা নয়! মরীচিকা ! আমার ভালবাসা নিয়ে ছেলেখেলা। 
সবকিছু বাদ দিয়ে যখন উঠে পড়ি, সিগারেটের আগুনে নিকোটিনের ধোয়ায় যখন নিজেকে তিলে তিলে শেষ করতে চাই, তখনি মনে হয়, কেউ আড়ালে দাঁড়িয়ে আমায় বলছে
----" তুমি আবার smoke করছো?? " 
সেই যার হাতে হাত রেখে আমি সারাদিন কাটিয়ে দিতাম। সেই যাকে ছাড়া আমার একটি মুহূর্তও চলতো না। সিগারেটটি ফেলে দিয়ে যখনি তার হাতটি ধরতে চাই, তখনি বুঝতে পারি, যে মরীচিকা ! আমার হৃদয় নিয়ে নোংরা খেলা। 
ভাবি, আর কতো ?? আর কতকাল এভাবে কাটাবো ?? সব ভুলে যাবো। আর ভাববো না কারো কথা। আর কেন রাত আমি নির্ঘুম কাটাবো না। এই ভেবে যখন ঘুমুতে যাই তখনি চোখের কোণ থেকে পানি বেয়ে পড়ে, আর ভেস্তে দেয় আমার নতুন জীবনের সব ভাবনা। চিৎকার করে বলতে ইচ্ছে হয়
----"" আমি পারছি না, আমি পারবো না। "" কিন্তু সেই মরীচিকা এসে আমার টুটি চেপে ধরে, আমি পারি না আমার এই বোবা কান্না কাউকে শুনাতে। শুনেছি, মাঝরাত্রে নাকি বিধাতা নিচের আকাশে নেমে আসে। বিজ্ঞানের ভাষায় তা ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নাকি থার্মোস্ফিয়ার জানি না। তবু আকাশপানে চেয়ে থাকি, বিধাতাকে উদ্দেশ্য করে শুধু একটা কথাই বলি
---------""Why always me??? ""


No comments:

Post a Comment