Ads Here

Wednesday, May 6, 2020

ভালবাসার শেষ চিঠি

emotional intelligence articles emotions emotional intelligence examples emotional intelligence skills importance of emotional intelligence emotional intelligence book what are the four types of emotional intelligence emotional intelligence articles 2018 emotional intelligence pdf emotional intelligence test emotional intelligence books emotional intelligence quotes, love articles 2018 love articles for him articles about falling in love what is love article about love and friendship articles about life articles on love faith and trust love articles 2020 love is not enough quotes love quotes lover articles love essay


প্রিয় হৃদয়ভ্রষ্টা, 

মাঝে মাঝে ভাবি, তুমি কেমন আছো?? কোথায় আছো?? কার সাথে আছো?? ভালো আছো তো!! তুমি কি এখনো আমার কথা ভাবো??  তোমার মাঝে কি কিছুটাও অনুতপ্ততা আসে না, থাক, সেসব কথা আর নাইবা বললাম।

আচ্ছা, তুমি কি চোখে এখনো কাজল দাও?? কাজলকালো চোখে কিন্তু তোমাকে অপূর্ব লাগত। মনে হতো যেন, কাজল শুধু তোমার চোখের জন্যই সৃষ্টি হয়েছে। আর তোমার চুল, তোমার ঐ অগোছালো চুলের মধ্যে যেন বিধাতা এক  নৈপূর্ণ দিয়ে দিয়েছেন। :D  আচ্ছা নখ কাটোতো ঠিক মতো, তোমার তো নখ বড় রাখার অভ্যাস ছিল, কোথা থেকে যে এসব উদ্ভট বুদ্ধি আসতো  তোমার মাথায়। আমার ঝাড়ি খেয়ে লক্ষ্মী মেয়ের মতো নখ কাটতে পরে, এখন আর  তেমনটা করো নাতো । কথায় কথায় কান্না করার অভ্যাসটা কমেছে কি ?? তুমি হয়তো নিজেও জানোনা তোমার হাসিটা কতো সুন্দর, কখনো কাদবে না।

জানি বেশ ভালোই আছো আমাকে ছাড়া। কিন্তু জানো, তোমার  সেই  স্মৃতিগুলো  আমার পিছুই ছাড়ে না। তোমার সাথে দেখা স্বপ্নগুলো আজো আমার চোখে ভাসে। যখন খেতে বসি, তখন নিজের উপর হাসি আসে এই ভেবে যে, এক সময় কেউ আমার জন্য না খেয়ে  বসে থাকতো । মনে আছে, আমার শার্টের বোতাম সবসময় খোলা থাকতো, আর তুমি নিজ হাতে লাগিয়ে দিতে। তাই বলে আমি আরও সব সময় খোলা রাখতাম, আর তুমি এজন্য আমাকে কতো ধমক দিয়েছো। কিন্তু একটিবারও কি ভাবো নি, তুমি বোতামগুলো লাগানোর জন্যই আমি খোলা রাখতাম। আজো তা খোলাই রাখি যেন তুমি এসে  আবার বোতামগুলো লাগিয়ে দাও, একটু না হয় মিশ্রিত রইল ।

ভবিষ্যতের স্বপ্ন দেখতে দেখতে একদিন বলেছিলে, আমার  টাই সব সময় তুমি বেঁধে দিবে, জানো, আমি আজো টাই বাধা  শিখলাম না। তুমিও আর আসলে না.........................

ভালবাসা হচ্ছে এমন জিনিস, যা সবাই পারে না। তুমি পারতেও বটে, এতো ভালবাসবে আমায় ভাবিনি। তাই পরে বুঝতে পেরেছি, কি ছিল ঐ ভালবাসার মাঝে। নারী এমন এক সৃষ্টি, তারা যখন কোন পুরুষের জীবনে যায়, সেই পুরুষের সব কিছু জুড়ে সে থাকে আর  যখন চলে যায় যেন একেবারে নিঃস্ব করে চলে যায়।
মনে পড়ে, তোমার সেই গ্রামে যাওয়ার কথা একটি দিনের জন্যই যাচ্ছিলে, তবু  সকালে আমায় না দেখায় কতোটা  অধীর হয়েছিলে, বলেছিলে, যেন খুব কাছের কিছু রেখে  যাচ্ছো, আজ হয়তো আমি তোমার সেই কাছের  কেউ নই। কিন্তু  জানো, আমি আজো যখন বাহিরে কোথাও যাই মনে হয় যেন, কিছু রেখে যাচ্ছি। খুব খুঁজি, পরে বুঝতে পারি, যেই মনটা হারিয়েছি তা খুঁজে পাব কোথায়।

তুমি বলেছিলে তোমাকে যেন ভুলে যাই, দিব্যি করে বলছি খুব চেষ্টা করেছি আমি, কিন্তু কেন যেন আমার দ্বারা হয় না। তোমার ঐ ভালবাসা আমার নেশায় পরিণত হয়েছে, যে নেশা কখনো কাটবার নয়। তবু আমি তোমায় ভুলবো, যদি  বেচে থেকে  সম্ভব না হয় তবে মরে গিয়ে সম্ভব করবো।  

ভালো থেকো 

ইতি, 
তোমার অকালকুষ্মাণ্ড

No comments:

Post a Comment